১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় দেশব্যাপী চলমান বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিল্প-কলকারখানা এ বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ২৩ জুলাই দেশব্যাপী ১৪ দিনের লকডাউন জারি করে সরকার।
কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় চলমান কঠোর লকডাউন ১০ আগস্ট পর্যন্ত আরও ৫ দিন বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আগামী ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। দোকানপাট ও শপিংমলগুলোও সেদিন থেকে পুনরায় খুলে দেওয়া হবে।