১০ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন
একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ১০ জুন বিকাল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেছেন।
আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। এরপরই বিকাল সোয়া ৩টায় সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টার হতে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে 'বাজেট ডকুমেন্টস' বিতরণ করা হবে।
এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক করোনাভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সকল কার্যক্রম 'সংসদ বাংলাদেশ টেলিভিশন'-এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে সংগ্রহ করতে হবে।
তবে চলমান করোনা পরিস্থিতিতে সংসদ সদস্যদের সীমিত অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন বাজেট অধিবেশনের পরিকল্পনা নেয়া হয়েছে। অধিবেশনে যোগ দেওয়া সংসদ সদস্যদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নানা বিধি বিধান প্রয়োগ করা হবে।
এছাড়া, অধিবেশনে যোগ দেয়ার ক্ষেত্রে বয়স্ক ও অসুস্থদের নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী। তবে, সব সংসদ সদস্যের করোনা পরীক্ষার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এক্রিডিটেশন কার্ড প্রদর্শনপূর্বক সংসদ চত্বরে প্রবেশ করে ১১ জুন বিকাল সোয়া ৩টার পর বাজেট ডকুমেন্টস গ্রহণ করা যাবে। প্রত্যেক গণমাধ্যম হতে একজনের অধিক সদস্য না পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।