১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করছে বাংলাদেশ
কোভিড-১৯ মোকাবিলায় সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের জন্য আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব)।
এছাড়া, অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত বজায় থাকবে বলে জানান ক্যাব চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
তবে চার্টার্ড, কার্গো এবং বিভিন্ন দেশের হাই-কমিশনারদের পরিবহনকারী বিশেষ ফ্লাইট চলাচলে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে দেশে কোভিড-১৯ মহামারি হানা দেওয়ায় পর টানা দুই মাস বন্ধ রেখে গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক নানান রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়।
সাম্প্রতিক সিদ্ধান্তের আলোকে দ্বিতীয়বারের মতো সম্পূর্ণভাবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হচ্ছে।