বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর কারণে দেশে এর সুফল নেই: ক্যাব
বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম কমে আসলেও বাংলাদেশে গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণের কারণে দেশের বাজারে পণ্যের দাম না কমে, উল্টো বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান।
মঙ্গলবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ক্যাবের উদ্যোগে 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও করণীয়' শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দেশে গুটিকয়েক ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করছে।"
নিত্য পণ্যের সরবরাহ সংকট সৃষ্টি করে ওইসব ব্যবসায়ী সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে লুটে নিচ্ছে বলেও দাবি করেন তিনি।
গোলাম রহমান বলেন, "বাজারে পণ্যমূল্যের এই পরিস্থিতি একদিনে বর্তমান পর্যায়ে আসেনি, তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণও সম্ভব নয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উপযুক্ত মুদ্রা ও আর্থিক ব্যবস্থাপনা অত্যাবশ্যক, তবে তা পর্যাপ্ত নাও হতে পারে।"
বাজারে প্রতিযোগিতা না থাকায় এসব প্রতিষ্ঠান পণ্যের সরবরাহ ও মূল্য নির্ধারণ করে অস্বাভাবিক মুনাফা অর্জন করছে বলে উল্লেখ করেন গোলাম রহমান।
তিনি আরও বলেন, "কখনো ভোজ্য তেল, কখনো চিনি অথবা পেঁয়াজ, আদা, কাঁচা মরিচ ইত্যাদি পণ্যের সরবরাহ সংকট সৃষ্টি করে ব্যবসায়ী সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে লুটে নিচ্ছে।"