১৭ ফাইল গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ কর্মচারী সিআইডি হেফাজতে
১৭টি গুরুত্বপূর্ণ ফাইল উধাওয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছয়জন অফিস সহকারীকে হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির একটি দল আজ সচিবালয় পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই কর্মচারীদের হেফাজতে নেয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদাৎ হোসাইন।
উল্লেখ্য, স্পর্শকাতর তথ্য সম্বলিত অন্তত ১৭টি ফাইল মন্ত্রণালয় থেকে রহস্যজনকভাবে হারিয়ে গেছে।
ফাইলগুলোর বেশিরভাগই ছিল মন্ত্রণালয়ের বিভিন্ন ক্রয়ের বিবরণ সম্বলিত- সচিবালয়ের মেডিকেল শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের অফিসে সংরক্ষণ করা ছিল এগুলো।
হারিয়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে রয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজের জন্য কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ট্রেনিং স্কুলের জন্য গাড়ি বরাদ্দ এবং ক্রয় সংক্রান্ত নথি, সার্ভিক্যাল ও স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের তথ্য, স্বাস্থ্য অধিদপ্তরের ক্রয় নথি এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রকল্প ফাইল প্রভৃতি।
গতকাল শনিবার ঘটনাটি সবার নজরে আসে। এর দুই দিন আগে এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।