১৭ মার্চ দেশের সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দেশের সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার সংগঠনটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন সমিতির প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন।
এই বিশেষ দিন উপলক্ষে সংগঠনটির পক্ষে দোকান মালিকদের প্রতি নিজ নিজ মার্কেটে রঙিন আলোকসজ্জা করারও আহ্বান জানানো হয়েছে।
ওই সভায় সংগঠনির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এবং এফবিসিসিআইয়ের সদস্য আবদুর রাজ্জাক, আবু মোতালেব ও হাফিজ হারুন উপস্থিত ছিলেন।