রাজধানীতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট, শপিংমল
রাজধানীতে বিকেল ৫টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে আলোচনার পর রোজদারদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বাংলাদেশ দোকানমালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
এর আগে গত ২৫ এপ্রিল থেকে ১২ দিন বন্ধ থাকার পর রোববার থেকে দেশের সব শপিংমল, দোকান ও মার্কেট চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, জনগণের জীবিকার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।