১ নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে স্কুলের শিক্ষার্থীদের জন্য কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, "১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ১লা নভেম্বর থেকে টিকা দেওয়া হবে। প্রথমে ঢাকার ১২টি কেন্দ্রে টিকা প্রদান শুরু হবে। ধীরে ধীরে পুরো দেশকে ক্যাম্পেইনের আওতায় আনা হবে।"
"আমাদের এখনকার পরিস্থিতি বিবেচনায় আমরা প্রতিদিন ৪০ হাজার ডোজ দিতে পারব"।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "আমরা গতকাল টিকার ৫০ লাখ ডোজ পেয়েছি। আমাদের কাছে ইতিমধ্যেই ২ কোটি ডোজ মজুত আছে। এছাড়াও ফাইজারের টিকার ৩৫ লাখ ডোজের একটি চালান আগামী মাসে বাংলাদেশে আসবে," তিনি যোগ করেন।
এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া হবে।
গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের চারটি স্কুলে ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল।