২৮ এপ্রিলের পর আর কঠোর লকডাউন নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আগামী ২৮ এপ্রিলের পর থেকে জনসাধারণের চলাচল ও সার্বিক কার্যাবলীতে বর্তমান কড়াকড়ি কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
লকডাউন শিথিলের বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৮ এপ্রিলের মধ্যে জানানো হবে বলেও শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে সংবাদমাধ্যমকে জানান তিনি।
"চলাচলের বিধিনিষেধ পর্যায়ক্রমে শিথিল করা হবে। কিন্তু, 'নো মাস্ক, নো সার্ভিস' নীতি সর্বত্র নিশ্চিত করা হবে," আজ শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে একথা বলেন।
তিনি আরও বলেন, "আগামী ২৫ এপ্রিল থেকে মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, সেখানে কেউ যেন মাস্ক ছাড়া না যান সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো নিশ্চিত করবে।"
গত ৫ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কয়েক ধাপের লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। ইতোপূর্বে, ভাইরাসের বিস্তার রোধে মার্কেট, শপিং মল ও গণপরিবহন বন্ধ রাখার মতো বেশ কিছু কড়াকড়ি আরোপ করে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে বিক্রির অনুমতি দেওয়া হয়।
তবে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল দোকান ও শপিংমল খোলা থাকবে।
মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্তের কথা আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।