৪ এপ্রিল পর্যন্ত সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাসপাতাল ও পুলিশ বিভাগ ব্যতীত সব সরকারি প্রতিষ্ঠান আগামী ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তবে হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। ছুটির সময় গণপরিবহন সীমিত আকারে চলাচল করবে।
সেই সঙ্গে মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কাজ করবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচাবাজার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবা চালু থাকবে। করোনা ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, তারা যেন এসময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়।
সংবাদ সম্মেলনে মুখ্য সচিব আহমেদ কায়কাউস দেশে করোনা ভাইরাস মহামারি ঠেকাতে সরকারের নানা কার্যক্রম তুলে ধরেন।
২৬ মার্চ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে।
বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া কভিড-১৯ রোগে বাংলাদেশে ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন।