৩ বিমান সংস্থার ১১ ফ্লাইটে শুরু আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল
করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ১ জুন সোমবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় শুরু হচ্ছে আভ্যন্তরীণ ফ্লাইট।
ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ ৩ টি বিমান সংস্থা চট্টগ্রাম থেকে ঢাকায় ১১ টি ফ্লাইট পরিচালনা করবে।
স্বাস্থ্য সুরক্ষা মেনে ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শনিবার
চট্টগ্রাম থেকে আভ্যন্তরীণ ফ্লাইট শুরু হচ্ছে। চট্টগ্রাম- ঢাকা রুটে সোমবার বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ২ টি , ইউএস বাংলা ৬ টি এবং নভোএয়ার ৩ টি ফ্লাইট পরিচালনা করবে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বিমান সংস্থাগুলো সিট ধারণ ক্ষমতার ৭০ ভাগ যাত্রী বহন করবে।
তিনি আরো বলেন, আভ্যন্তরীণ ফ্লাইট চালুর পূর্বে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিমানযাত্রীরা পার্কিং এলাকায় নামবে। পার্কিং এলাকায় হাত ধুবে। বিমান সংস্থা থেকে যাত্রীদের মাস্ক এবং গ্লাভস প্রদান করা হবে। যাওয়ার সময় তাদের তাপমাত্রা পরিমাপ করা হবে। ফুটম্যাটে পা জীবাণুনাশক করে টার্মিনাল ভবনে প্রবেশ করবে। বোর্ডিং পাশ নেওয়ার পর পা আবার জীবাণুনাশক দিয়ে পা ধুয়ে পুনরায় তাপমাত্রা পরিমাপ করে এয়ারক্রাফটে প্রবেশ করবে যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম এয়ারপোর্ট ম্যানেজার আরিফুজ্জামান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ১ জুন সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায় দুটি আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এর মধ্যে একটি সকাল ১০ টার দিকে, অন্যটি রাত ৯ টা ১০ মিনিটে। স্বাস্থ্য বিধি মেনে আমরা ফ্লাইট পরিচালনা করা হবে। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।