৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা সরকারি কর্ম কমিশনের
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১ ও ৪২তম 'বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনিশন' (বিসিএস) পরীক্ষার নির্ধারিত তারিখ ঘোষণা করেছে।
আগামী ১৯ মার্চ দেশের নানা কেন্দ্রে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএস- এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠান করবে কমিশন।
তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএস- এর বিশেষ এমসিকিউ টেস্ট।
আজ বুধবার (১৩ জানুয়ারি) দেওয়া এক ঘোষণায় কমিশনের তরফ থেকে জানানো হয়, পরীক্ষা কেন্দ্র, আসন পরিকল্পনা এবং অন্যান্য বিস্তারিত নির্দেশনা অচিরেই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকার ২,১৬৬টি শূন্য পদে নিয়োগ দেবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাবে ৩২৩জন, সাধারণ ক্যাডারে ৬৪২, পেশাদারি এবং কারিগরি ক্যাডারে ৬১৯ এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন।
এছাড়া, ৪২তম বিশেষ বিসিএস- এর মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মহামারীতে দেশের জনস্বাস্থ্য খাতে জনবল বাড়াতেই এপদক্ষেপ।
৪১তম বিসিএস পরীক্ষায় নিবন্ধন করেছেন পাঁচ লাখ পরীক্ষার্থী, অন্যদিকে ৪২তম বিসিএসের আওতায় সরকারি চিকিৎসক পদে চাকরি পেতে অংশ নিচ্ছেন ৩১ হাজার জন।