৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে নিষেধাজ্ঞার এই প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় করা যাবে না।
গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে নিষেধাজ্ঞার এই প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার এ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুবোধ চন্দ্র ঢালী ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।