৯ দফা দাবি বাস্তবায়নে আজও রাস্তায় শিক্ষার্থীরা, ধানমণ্ডি ২৭ মোড় অবরোধ
নিরাপদ সড়ক চেয়ে ৯ দফা দাবি বাস্তবায়নে আজকেও সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। দুপুর সাড়ে বারোটা থেকে রাজধানীর ধানমণ্ডি ২৭ মোড় অবরোধে নামে তারা।
ধানমন্ডি ল্যাবরেটরি হাই স্কুল, সিটি কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষার্থীকে সে সময় মোড়ে অবস্থান নিতে গেছে। এতে মিরপুর রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আগামী মঙ্গলবারের মধ্যে সরকার তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করতে ব্যর্থ হলে ঢাকায় বিআরটিএ অফিস ঘেরাও করার হুমকি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার যান চলাচল করতে দিচ্ছে। এছাড়াও যানবাহনসমূহের যথাযথ লাইসেন্স পরীক্ষা করে দেখছেন সড়কে অবস্থান নেয়া শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা গেছে। ব্যানারগুলোতে লেখা রয়েছে- 'দুর্ঘটনার নামে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বন্ধ করো', 'আমি নেক্সট?', 'হাফ পাশ মোদের অধিকার, নহে নিছক আবদার', 'অধিকার আদায়ে আমরা তৎপর' ইত্যাদি।
বিক্ষোভের সমন্বয়কারী, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ মেহেদী দীপ্ত তাদের দাবিগুলো সম্পর্কে টিবিএসকে জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি:
১। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সকল সড়ক হত্যার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে
২। ঢাকাসহ সারাদেশে সকল গণপরিবহনে (সড়ক, রেল, নৌ এ মেট্রো রেল) শিক্ষার্থীদের হাফ পাস জারি করে প্রজ্ঞাপন জারি করতে হবে
৩। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারনের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রতুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে
৪। সড়ক দুর্ঘটনায় আহত সকল যাত্রী এবং পরিবহন শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে
৫। পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে
৬। দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে
৭। বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএ'র সকল কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
৮। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে
৯। ট্রাফিক আইনের জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করতে হবে
এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিরাপদ সড়ক আন্দোলনের সূত্রপাত হয়। বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে।
গত ২৪ নভেম্বর (বুধবার) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। নাঈমের মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ঢাকার গুরুত্বপূর্ণ সব মোড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করছে।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, গুলিস্তান জিরো পয়েন্ট, শান্তিনগর, ফিনিক্স রোড ও ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অন্তত তিন ঘণ্টা নগরীর অধিকাংশ সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।