“লকডাউনে খোলা থাকবে পোশাকশিল্প কারখানা”
আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হলেও বিশেষ ব্যবস্থায় পোশাকশিল্প কারাখানা খোলা থাকবে বলে জানিয়েছেন গার্মেন্টস মালিকদের সংগঠনের নেতারা।
বিকেএমইএ'র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ক্যাবিনেট সেক্রেটারিকে উদ্ধৃত করে বলেন, তিনি নিশ্চিত করেছেন যে স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারাখানা চালু রাখা হবে। তবে, মানুষের চলাচল সংকুচিত করতে বলেছেন।
মোহাম্মদ হাতেমের মতোই বিজিএমইএর সহসভাপতি মোঃ শহীদুল্লাহ আজিম বলেন, "আমরাও কেবিনেট সেক্রেটারিকে বলেছি এই মুহূর্তে কারাখানা বন্ধ করা হলে বিশৃংখলা বেড়ে যেতে পারে। শ্রমিকরা সবাই গ্রামের দিকে ছুটতে পারে।"
পোশাক কারাখার শ্রমিকদের প্রায় ৯০ শতাংশই কারখানার আশাপাশের এলাকায় থাকে বলে উল্লেখ করেন তিনি।
"অর্থনীতিকে সচল রাখার স্বার্থে পন্যবাহী ভ্যান চলাচলের অনুমতি দিয়ে এছাড়া শিল্প কারখানা খোলা রাখার অনুরোধ করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, তবে, আমরা সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষায় আছি," বলেন তিনি।
উল্লেখ্য, আগামী সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।