শিক্ষক উৎপল হত্যাকাণ্ড: ৫ দিন পর স্বাভাবিক কার্যক্রমে ফিরলো হাজী ইউনুস আলী কলেজ
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার নিহতের ঘটনায় টানা ৫ দিন প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকার পর আজ (২ জুলাই) থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরেছে হাজী ইউনুস আলী কলেজ।
শিক্ষক উৎপলের স্মরণে গতকাল প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এক সভায় আজ থেকে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়।
আজ সকাল ৭টায় প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। পরবর্তীতে বেলা ১১টা থেকে মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়।
তবে উৎপল সরকারের মর্মান্তিক মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। একধরনের স্তব্ধতা কাজ করছে গোটা প্রতিষ্ঠান জুড়ে।
প্রতিষ্ঠান সুত্র জানায়, সকাল থেকে শুরু হওয়া স্বাভাবিক কার্যক্রমে আজ প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় ৬০ শতাংশ। এর মধ্যে ঈদকে সামনে রেখে দুরবর্তী এলাকার অনেক শিক্ষার্থী পরিবারের সাথে ইতোমধ্যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে গেছে।
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুলাই) কলেজ প্রাঙ্গণে ছাত্রীদের ক্রিকেট খেলা চলাকালীন দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতুর স্ট্যাম্পের আঘাতে মারাত্মকভাবে আহত হন প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষক ও শৃঙ্খলা কমিটির সভাপতি উৎপল কুমার সরকার। চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুন ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে ঘটনার মূল অভিযুক্ত জিতুকে প্রধান আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
শিক্ষক নিহতের নেক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদে গত ২৭ জুন থেকেই প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত শিক্ষার্থীর সর্বোচ্চ বিচারের দাবিতে রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দেয় শত শত শিক্ষক ও শিক্ষার্থী।