উত্তরায় নিখোঁজ নর্থ সাউথ ইউনিভার্সিটি দুর্নীতি মামলার অন্যতম আসামি
আশালয় হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালী উত্তরা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
এবিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ভাই রফিকুল ইসলাম হিলালী। থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী এব্যাপারে জানিয়েছেন।
এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির কয়েকজন ট্রাস্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে ৩০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলা করে দুদক। এ দুর্নীতিতে সহায়তার অভিযোগে নিখোঁজ হেলালীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার (১ জুলাই) রাত ৮টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের বাসা থেকে ১৩ নম্বর সেক্টরের অফিসের উদ্দেশে রওনা হন আমিন মোহাম্মদ হিলালী। রওনা হওয়ার আগে তিনি তার ড্রাইভারকে পনেরো মিনিট পর যোগাযোগ করতে বলেন। এরপর থেকেই তার মোবাইল বন্ধ রয়েছে এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এর আগে দুদকের উপ পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে জমি কেনার নামে বিশ্ববিদ্যালয়ের ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
দুদকের মামলায় ট্রাস্টি বোর্ডের চারসদস্য ছাড়াও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালীকেও অন্যতম আসামী করা হয়।