নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করা ও কলেজে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
শনিবার রাত ৯টায় তদন্ত কমিটির আহ্বায়ক নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জুবায়ের হোসেন চৌধুরী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে প্রতিবেদন জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত ১৮ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ঘটনায় জেলা প্রশাসন আমাকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দেন।'
'আমরা সেই বিষয়ে তদন্ত সম্পন্ন করে জেলা প্রশাসকের কাছে রিপোর্ট জমা দিয়েছি। তবে প্রতিবেদনে কারা জড়িত বা কাদের নাম এসেছে সেটা বলার সুযোগ নেই। যেহেতু মামলা হয়েছে সেজন্য কারও নাম বলা সম্ভব নয়। আমি এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না।'
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'কলেজের ১৮ জুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ২৩ জুন থেকে ৩০ জুনের মধ্যে তদন্ত সম্পন্ন করে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে তারা আরও দুইদিন বেশি সময় চেয়েছিলেন। আজ প্রতিবেদন হাতে পেয়েছি। এ বিষয়ে পরবর্তীতে মিটিং করে দোষীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে, এর আগে কিছু বলা সম্ভব না।'
প্রশাসনের গঠিত কমিটির বাকি দুই সদস্য ছিলেন, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবীর।
একই ঘটনায় পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছিল নড়াইল জেলা পুলিশ। এ কমিটির আহ্বায়ক করা হয়েছিল অতিরিক্ত জেলা পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ডিআই ওয়ান মীর শরীফুল হক ও পুলিশ পরিদর্শক (অপরাধ) রফিকুল ইসলাম।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, 'পুলিশের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি। প্রতিবেদন হাতে পেলে আপনাদের জানানো হবে।'
ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে কলেজের এক হিন্দু শিক্ষার্থীর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ১৮ জুন দিনভর নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ, সহিংসতা চলে।
গুজব ছড়িয়ে দেওয়া হয় ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। এরপর পুলিশি পাহারায় বিকেল ৪টার দিকে স্বপন কুমার বিশ্বাসকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার সময় তাকে দাঁড় করিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয় একদল ব্যক্তি।
শিক্ষক স্বপন কুমার হাত উঁচিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে তাকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়।
মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পুলিশের সামনে শিক্ষকের এমন অপদস্ত হওয়ার ঘটনায় পরবর্তীতে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।