ঘূর্ণিঝড় সিত্রাং: নড়াইলে গাছের ডাল ভেঙ্গে নিহত ১
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া দমকা হাওয়ায় ভেঙ্গে যাওয়া গাছের ডাল পড়ে এক নারী নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১২ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে এ দুর্ঘটনা ঘটে।
৩২ বছর বয়সী নিহত ওই নারীর নাম মর্জিনা বেগম। তিনি লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের বাসিন্দা, গৃহকর্মীর কাজ করতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীন।
তিনি বলেন, 'অন্যান্য দিনের মতো তিনি কাজে যাওয়ার জন্য বের হন। পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে পৌঁছালে একটি মেহগনি গাছের ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুত্বর আহত হন।'
স্থানীয়রা দেখতে পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।