পদ্মাসেতু হয়ে গোপালগঞ্জ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/07/04/289282771_806654556984016_2406090698090586488_n.jpg)
প্রথমবারের মতো পদ্মাসেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতমাসে উদ্বোধন করা সেতুর ওপর দিয়ে সড়ক পথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যান। সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে তিনি পদ্মাসেতুতে ওঠেন।
সেতুর মাঝামাঝি গিয়ে সন্তানদের সঙ্গে কিছু সময় পার করেন প্রধানমন্ত্রী। সেসময় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ক্যামেরায় সন্তানদের সঙ্গে সেলফি তুলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দুপুর সাড়ে ১২টার দিকে তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন।
বেলা সোয়া ৯টায় পদ্মাসেতুর জাজিরা প্রান্তে পোঁছে সার্ভিস এরিয়া-২ এ প্রায় ৪০ মিনিট বিশ্রাম নেন প্রধানমন্ত্রী।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/07/04/290456664_1455666748178276_2224906336146890163_n.jpg)
বেলা ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৈত্রিক বাড়িতে পৌঁছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের সমাধিসৌধে তিনি পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়ায় পুলিশ প্রশাসনের পক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ হেলিকপ্টার যোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।