গরু বিক্রির টাকা পরিবহনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ আইজিপির
আগামীকালের ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির গরু বিক্রির টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ।
আজ (৯ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আইজিপি।
গরু বিক্রির টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য ব্যাপারীদের পরামর্শ দিয়েছেন তিনি।
কমলাপুর বালুর মাঠে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।
আইজিপি বলেন, "গরুর হাটের শৃঙ্খলা সম্পর্কে ব্যাপারী, ক্রেতা ও ইজারাদার সকলের সঙ্গে কথা বলেছি। হাসিল নিয়েও জিজ্ঞেস করেছি, সার্বিক ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে।"
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্প্রতি করোনার বিস্তার বাড়ায় পশুর হাটের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও গরু ব্যাপারীদের খাওয়া-দাওয়া সম্পর্কেও খোঁজ-খবর নেন আইজিপি।