ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে ৬৫ লাখের বেশি সিম ব্যবহারকারী
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ঈদের আগের দুই দিন (৮ ও ৯ জুলাই) ঢাকা ছেড়েছেন ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন সিম ব্যবহারকারী।
মন্ত্রী জানান, গত শুক্রবার (৮ জুলাই) ঢাকা ছাড়েন ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ জন। পরের দিন, শনিবার (৯ জুলাই) এ সংখ্যা ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪।
আরও জানা যায়, ছুটিতে গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন, রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন এবং টেলিটকের মোট ১ লাখ ৬৮ হাজার ৬৩১ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
তবে এটি ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যার প্রকৃত হিসাব নয়। শিশু অর্থাৎ ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে নেই। আবার অনেকেই আছেন যারা একাধিক সিম ব্যবহার করেন।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুসারে, প্রায় ২ কোটি ১৫ লাখ লোকের বাস রাজধানী ঢাকায়; এদের মধ্যে এক কোটিই ঈদের সময় তাদের নিজ শহর বা গ্রামে ভ্রমণ করে।