ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট পরিস্থিতির উন্নতি
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে করে, স্বাভাবিকের চেয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। শনিবার (১৬ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
যানজটে তীব্র গরমের মধ্যে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছে। ঢাকা যেতেও দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে। অবশ্য বিকেল নাগাদ যানজট স্বাভাবিক হয়ে যায়।
দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে কথা হয় বাসচালক রফিক মিয়া সাথে। তিনি বলেন, আমি সকালে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। বঙ্গবন্ধু সেতু পাড়ি দেওয়ার যানজটে পড়তে হয়। এই ১৫ কিলোমিটার রাস্তা আসতে আড়াই ঘন্টা সময় লেগেছে। ঈদের আগেও এই সড়কে যানজটে ১২ ঘন্টা আটকে ছিলাম।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, যানবাহনের চাপ ছিল। তবে মহাসড়কে পুলিশ তার দায়িত্ব পালন করছে। সকালে যানজট থাকলেও বিকেলে পরিস্থিতির উন্নতি হয়েছে।