চবিতে যৌন নিপীড়ন: ছাত্রলীগের ৫ কর্মী দুই দিনের রিমান্ডে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্তা করে সে ঘটনা মুঠোফোনে ধারণ করে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা মো. আজিমসহ পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, 'ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে সাত দিনের রিমান্ডের দুটি পৃথক আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দু্ই দিনের রিমান্ড মঞ্জুর করেছে্ন।'
রিমান্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিম হোসেন (২৩), একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২), দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা মাসুদ (২২) ও সাবেক ছাত্র সাইফুল (২২)। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছিল।
এদিকে যৌন নিপীড়নে জড়িত চবির দুই শিক্ষার্থীকে শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকায় হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার রাতে চারজন এবং শনিবার বিকালে একজনকে গ্রেপ্তার করে র্যাব-৭।