মিরসরাই দুর্ঘটনা: রেলের গেটম্যানের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে ১১ জনের নিহতের ঘটনায় রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের সহকারী পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, "গেটম্যানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে এনে মামলা করা হয়েছে।"
শুক্রবার দুর্ঘটনার পরই গেটম্যান সাদ্দামকে হেফাজতে নিয়েছিল রেলওয়ে পুলিশ।
রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করে, রেলক্রসিংয়ে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল। মাইক্রোবাসের যাত্রীরা সেটি উঠিয়ে রেললাইন ক্রস করার সময় দুর্ঘটনা ঘটে।
তবে মাইক্রোবাসে থাকা আহত যাত্রীরা বলেন, সেখানে কোনো ব্যারিকেড ছিল না।
এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, "শুক্রবার রাতে সব প্রক্রিয়া সম্পন্ন করে আমরা মরদেহ হস্তান্তর করেছি।"
নিহতরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আর এন্ড জে প্রাইভেট কেয়ার নামে একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী। খৈয়াছরা জলপ্রপাত ঘুরে তারা ফিরছিলেন।
নিহত শিক্ষার্থীরা হলেন- মোহাম্মদ হাসান, মোশাব আহমেদ হিসাম (১৬), তৌহিদ ইবনে শাওন (২০), সাগর, ইকবাল হোসেন মারুফ ও আয়াতুল ইসলাম।
নিহত চার শিক্ষক হলেন- চট্টগ্রাম কলেজের ছাত্র রিদওয়ান চৌধুরী (২২); ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র মোস্তফা মাসুদ রাকিব (১৯); ওয়াহিদুল আলম জিসান (২২) ও জিয়াউল হক সজীব (২২)।
আরেক নিহত মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরু (২৬)।