তেলের দাম বাড়ার ঘোষণায় পাম্পে ভিড়, বিভিন্ন স্থানে পাম্প বন্ধ ঘোষণা
আজ মধ্যরাত থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর থেকে দেশের বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পে যানবাহনের ভিড় জমে গেছে। কাল (রাত ১২টার পর) থেকে বাড়তি দামে তেল বিক্রি করতে বিভিন্ন স্থানে পেট্রল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজধানীর আগারগাঁও তালতলার পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল, বাস, ট্রাকের লম্বা ভিড় দেখা গেছে। রাস্তার একপাশ প্রায় বন্ধ এখন।
মিরপুর ১৪ নম্বরে শতশত মোটর সাইকেল এবং গাড়ি ফিলিং স্টেশনে ভিড় জমিয়েছে।
রাত ১১ টা থেকে কুমিল্লার চকবাজার নুরুল হুদা পাম্পে তেল কিনতে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। এছাড়াও নগরী ও আশেপাশের এলাকায় কিছু পেট্রোল পাম্পগুলো বন্ধ আছে।
নগরীর নুরুল হুদা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন জানান, রাত ১১টা থেকে পাম্পে মোটর বাইক চালকদের ভিড় জমেছে।
"আমরাসহ আশেপাশের যেসব পেট্রোল পাম্প আছে সবাই বাইক ও গাড়ি চালকদের কাছে তেল বিক্রি করছি। যারা কন্টেইনার নিয়ে আসছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছি।"
নগরীর টমছমব্রিজ, চকবাজার, গুধির পুকুরপাড় ও শাসনগাছা এলাকার পেট্রোল পাম্পে খবর নিয়ে জানা যায়, তারা রাত ১১ টা পর্যন্ত প্রতি বাইকে ১ লিটার পর্যন্ত তেল বিক্রি করেছেন। এর বেশি কাউকে দেননি। রাত সোয়া ১১ টার সময় তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন।
এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পেট্রোল পাম্প ঘোষণার পর তেল নেই বলে জানিয়েছিল। আগামীকাল আসার জন্য বাইক ও গাড়ি চালকদের জানিয়েছে। এ ঘটনায় মহাসড়ক লাগোয়া একাধিক পেট্রোল পাম্প অবরোধের খবর পাওয়া গেছে।
রাত ১১টা থেকে ভিড় দেখা গেছে সাতক্ষীরার পেট্রল পাম্পগুলোতেও।
রাত সাড়ে ১১টায় জেলার তালার মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে দেখা যায়, কমপক্ষে ২০০-২৫০ মোটর সাইকেল চালক পাম্পে তেল নেওয়ার জন্য ভিড় করছেন। তবে পাম্প কর্তৃপক্ষ ২০০ টাকার বেশি তেল দিচ্ছে না।
তেল সংগ্রহ করতে আসা একজন তালার আটারই গ্রামের সোহাগ হোসেন জানান, রাত ১২টা থেকে তেলের দাম বাড়ছে শুনেই অকটেন নেওয়ার জন্য এসেছেন তিনি। "সিরিয়াল অনুযায়ী সবাইকে দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ।"
"তবে ২০০ টাকার বেশি কাউকে দিচ্ছে না। আমি সিরিয়ালের পেছনে থাকায় আমার পর্যন্ত পৌঁছাবে বলে মনে হচ্ছে না।"
রাত ১১টার পর নোয়াখালী জেলা সদর ও বেগমগঞ্জের বেশ কয়েকটি পাম্পে কয়েকশ মোটরসাইকেলের ভিড় দেখা গেছে। গাড়ির লাইন পাম্প এরিয়া শেষ হয়ে সড়ক পর্যন্ত আসায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
রাত ১২ টা থেকে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি কার্যকর হওয়ার খবর পেয়ে ১১টা থেকে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে নোয়াখালীর কয়েকটি পেট্রোল পাম্প। পরে পুলিশের হস্তক্ষেপে বেগমগঞ্জের চৌমুহনীর মেসার্স এ এস এম জহিরুল ইসলাম ফিলিং স্টেশন আগের দামে পুনরায় তেল বিক্রি শুরু করে।
তবে একটি মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার।
এক লিটার ডিজেল বিক্রি হবে ১১৪ টাকায়, কেরোসিন, অকটেন ও পেট্রোল প্রতি লিটার ১১৪ টাকা, ১৩৫ টাকা ও ১৩০ টাকায় বিক্রি হবে।