রেশনিং ব্যবস্থায় কলকারখানা সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে
লোডশেডিং কমাতে শিল্প খাতেও এলাকা-ভিত্তিক রেশনিং ব্যবস্থা নেবে সরকার। এর মাধ্যমে সপ্তাহে একদিন নির্ধারিত এলাকায় সব ধরনের কলকারখানা বন্ধ রাখা হবে।
রোববার (৭ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, 'বিভিন্ন এলাকার শিল্প কারখানা সপ্তাহের একেক দিন বন্ধ রাখা হবে'।
আগামী অক্টোবর থেকে দেশের গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলেও জানান নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, 'শীতকালের শুরুতে ওই সময় দেশে বিদ্যুতের চাহিদা কমে আসবে। তখন লোডশেডিং সমস্যার সমাধান হবে'।
শিল্প প্রতিষ্ঠানে রেশনিং এর মাধ্যমে দৈনিক ৫০০- ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১৮ জুলাই দেশব্যাপী দিনে অন্তত এক ঘণ্টা করে লোডশেডিং করার ঘোষণা দেয় সরকার। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি সাশ্রয় করে বৈদেশিক মুদ্রার খরচ কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়।