বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়কে জনগণের কাছে তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিতে বললেন প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-কে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ জনগণের কাছে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিব সাংবাদিকদের জানান, 'আজকের সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। সেখানে বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয় তাদের ব্যাখ্যা দিয়েছে। কিন্তু, বিষয়টি কারিগরি হওয়ায় তাদেরকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পদক্ষেপ আবারো জনতার কাছে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী'।
এর পাশাপাশি বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয় তেলের মূল্যবৃদ্ধি নিয়ে যে ব্রিফিং করেছে, সেটি যেন কিছুদিন পরপর করা হয়- এমন নির্দেশও দিয়েছেন সরকার প্রধান।
একজন সাংবাদিক এ সময় জানতে চান, সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসবে কিনা? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'এটি ওনারা (জ্বালানি মন্ত্রণালয়) সব পরিষ্কার করবে।'