চকবাজারের প্লাস্টিক কারখানায় আগুন: ৬ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর চকবাজারের দেবীদ্বারঘাট এলাকার পলিথিন কারখানার আগুন লাগার ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- বরিশালের বিল্লাল সরদার (৩৫), শরিয়তপুরের উসমান সরদার (২৫), কুমিল্লার চান্দিনার মো শরিফ (১৫), স্বপন সরকার (১৮), মাদারিপুরের রুবেল হিলাল (২৮) ও মোতালেব (১৬)।
আজ বিকাল ৪:২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যন্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আগুনের সূত্রপাত হওয়া ভবনটির নিচ তলার হোটেলে কাজ করতো এমন দুজন নিখোঁজ বলে জানিয়েছিলেন স্বজনরা। তারা হলেন বরিশালের বিল্লাল (৩৩), শরিয়তপুরের উসমান (২৫)- উদ্ধারকৃত ছয়জনের মধ্যে তাদের মরদেহও পাওয়া গেছে।
উদ্ধারের পর ৬ জনের মৃতদেহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডিসি লালবাগ মো. জাফর হোসেন জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুপুর ১২টায় আগুন লাগার খবর আসে এবং ১২টা ৯ মিনিটেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।