রাশিয়া থেকে তেল আমদানির উপায় বের করতে বললেন প্রধানমন্ত্রী
চলমান জ্বালানি সংকটের মুখে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পথ খুঁজে বের করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, "ভারত রাশিয়ার কাছ থেকে থেকে নন-ডলার পেমেন্টে তেল কিনছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আমাদেরও জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ বের করতে বলেছেন।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের জন্য যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তিনি অবগত। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে সরকার সেটি সমন্বয় করবে।
তাছাড়া সেপ্টেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, "যুক্তরাষ্ট্রকে এখন রাশিয়ার তেল আমদানির উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে নমনীয় বলে মনে হচ্ছে কারণ দেখছি জার্মানি এবং ভারত রাশিয়া থেকে তেল আনছে। আমরা আমদানি করলেও কোনো সমস্যা হবে না আশা করি।"
আজকের বৈঠকে প্রধানমন্ত্রী আটটি নির্দেশনার কথা বলেছেন। এর মধ্যে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে পদক্ষেপ গ্রহণ, নিজেরা উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পণ্য আমদানির ক্ষেত্রে নিজস্ব মুদ্রা বিনিময়ে জোর, উত্তরায় ক্রেন দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য।