ইলিয়াস আলীর ছেলেকে নিয়ে জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে দেখা করল বিএনপি
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ছেলেকে নিয়ে আজ (১৭ আগস্ট) বিএনপির একটি দল ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেছে।
আজ দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ররি মুনগাবেনের নেতৃত্বে থাকা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের সঙ্গে দেখা করেন বিএনপির প্রতিনিধিরা।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং ইলিয়াস আলীর ছেলে ও মানবাধিকারবিষয়ক উপকমিটির সদস্য আবরার ইলিয়াস
বৈঠকে বিএনপির দল জাতিসংঘের প্রতিনিধি দলকে মানবাধিকার বিষয়ে নানা অভিযোগ জানায়। অবশ্য বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, তার বিস্তারিত কোনো পক্ষই জানায়নি।
বৈঠক শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, 'জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি দল চার দিন যাবত ঢাকায় সফর করছে। অনেকের সঙ্গে কথা বলছে তারা। আমাদের সঙ্গেও কথা বলেছে।'
কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারা কোনো ফিডব্যাক দেয়নি আমাদের। তারা প্রেস কনফারেন্স করে জানাবে।'
এই বৈঠক বিএনপির আগ্রহে নাকি জাতিসংঘের প্রতিনিধিদলের আগ্রহে হয়েছে—এ প্রশ্নের জবাবে শামা বলেন, 'ওনাদের আগ্রহ আছে বলেই তো বৈঠক হয়েছে।'
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিএনপি কীভাবে দেখে জানতে চাইলে তিনি বলেন, 'এটা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের সাংবাদিকরা মানবাধিকার পরিস্থিতি যেভাবে দেখে, বিএনপিও সেভাবে দেখে।'
উল্লেখয, ২০১০ সালে বিএনপির নেতা ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। গত ১২ বছরেও তাকে উদ্ধার করা যায়নি। সরকারি সংস্থা তাকে তুলে নিয়েছে বলে অভিযোগ বিএনপির। যদিও সরকারের কোনো বাহিনীই বিএনপির অভিযোগ স্বীকার করেনি।