শ্রীমঙ্গলে গাড়ি চাপায় মেছো বিড়ালের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ি চাপায় একটি মেছোবিড়ালের মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের ৬ নাম্বার ব্রিজের পাশে উত্তর ভাড়াউড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
ধারণা করা হচ্ছে গতরাতে বা আজ ভোরে কোন একসময় গাড়ি চাপায় মেছো বিড়ালটি মারা যায়।
খবরটি নিশ্চিত করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, আমার কাছে সকালে খবর আসে। পরে আমি ঘটনাস্থলে যাই। এর বয়স ২ বছর হবে আনুমানিক। খাবারের খোঁজে বের হয়ে থাকতে পারে। রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে।
বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, মানুষের সচেতনতা ছাড়া এদেরকে বাঁচানো কঠিন। মৌলভীবাজারে অনান্য এলাকার তুলনায় অনেক মেছো বিড়াল বেশি আছে।
"আমরা গাড়ি চালকসহ সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে।"
বিগত কয়েক দশকে দেশে বিপজ্জনকভাবে প্রাণীটির সংখ্যা কমছে। ২০০৮ সালে আইইউসিএন মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে।