যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ট্রাকচাপা দিয়ে ১৫ জনকে হত্যা; ট্রাকে ছিল আইসিসের পতাকা
নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে ভিরের মধ্যে একটি ট্রাক নিয়ে হামলা চালিয়েছেন আইসিস-এর পতাকা বহনকারী এক ব্যক্তি। এতে ১৫ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, হামলাটিতে সম্ভবত আরও কেউ সহায়তা করেছে।
হামলাকারী হিসেবে সাবেক মার্কিন সেনাসদস্য ৪২ বছর বয়সি শামসুদ-দিন জাব্বারকে শনাক্ত করা হয়েছে। তিনি টেক্সাসের নাগরিক। আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছিলেন তিনি।
ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনিও নিহত হয়েছেন।
হামলায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। হামলাকারীর গুলিতে দুজন পুলিশ কর্মকর্তাও আহত হন। ক্যানাল ও বুরবন স্ট্রিট মোড়ে স্থানীয় সময় ভোর ৩টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঐতিহাসিক এই এলাকা সংগীত ও বারের জন্য বিখ্যাত। এখানে নববর্ষ উদযাপন করতে বিপুল জনসমাগম হয়েছিল।
পুলিশ হামলাকারীর ট্রাকে অস্ত্র ও সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পেয়েছে। ফ্রেঞ্চ কোয়ার্টারেও দুটি সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে এফবিআই।
এফবিআই জানিয়েছে, ভাড়া নেওয়া ট্রাকটির পেছনে একটি দণ্ডে আইসিসের পতাকাটি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট স্পেশাল এজেন্ট আলেথিয়া ডানকান সাংবাদিকদের বলেন, 'আমরা মনে করি না জব্বার একাই এই হামলার জন্য দায়ী। আমরা তার পরিচিতদের মধ্য থেকে সম্ভাব্য সব সূত্র খতিয়ে দেখছি।'
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে 'ঘৃণ্য' বলে নিন্দা জানিয়েছেন। লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের বাইরে একটি টেসলা ট্রাক বিস্ফোরিত হওয়ার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন বলে জানান তিনি।
বাইডেন বলেন, 'এফবিআই আমাকে আরও জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টা আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আইসিস দ্বারা অনুপ্রাণিত।'
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বলেছে, সন্দেহভাজন হামলাকারী রেকর্ড করা ভিডিওতে বলেছিলেন, আইসিসে যোগ দেওয়া তার স্বপ্ন এবং বিবাহবিচ্ছেদের পর তিনি নিজ পরিবারের সদস্যদের হত্যা করার কথা ভাবছেন।
পাবলিক রেকর্ডের তথ্যানুসারে, জব্বার হিউস্টনে রিয়েল এস্টেট খাতে কাজ করতেন। চার বছর আগে প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে তিনি বলেন, টেক্সাসের বোমন্ট শহরে তার জন্ম ও বেড়ে ওঠা। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে মানবসম্পদ ও আইটি বিশেষজ্ঞ হিসেবে ১০ বছর কাজ করেছেন।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, জব্বার ২০০৭ সালের মার্চ থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত নিয়মিত সেনাবাহিনীতে এবং ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত আর্মি রিজার্ভে ছিলেন। তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত আফগানিস্তানে মোতায়েন ছিলেন এবং চাকরির শেষে স্টাফ সার্জেন্ট পদে উন্নীত হন।