মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
সোমবার (২২ আগস্ট) সকালে পাওয়া খবর অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডাক্তাররা বলছেন, আগামী দুয়েকদিনের মধ্যে পরিস্থিতি বুঝে তার ভেন্টিলেটর সাপোর্ট বাড়ানো হবে তবে তার ফুসফুসের অবস্থার দ্রুত পরিবর্তন হওয়া দরকার।
করোনা মহামারির শুরুর দিকে দৈনিক কোভিড ব্রিফিংয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিত হয়ে ওঠেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গুরুতর অসুস্থ হয়ে এই মুহূর্তে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।
এর আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন, সেব্রিনা ফ্লোরা অগ্ন্যাশয়ের রোগ অ্যাকিউট কোলানজাইটিসে আক্রান্ত। এ রোগে চিকিৎসার অংশ হিসেবে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলানজিওপ্যানক্রিটোগ্রাফি (ইআরসিপি) করানোর পর তার দেহে নানা জটিলতা দেখা দেয়।
পিত্ত ও অগ্ন্যাশয়ের নালীতে সমস্যা নির্ণয় ও চিকিৎসার জন্য ইআরসিপি ব্যবহৃত হয়। এই অস্ত্রোপচারের পর অধ্যাপক ফ্লোরার কিডনি বিকল হয় এবং তাকে ডায়ালাইসিস করতে নিয়ে যাওয়া হয়। এরপর আবার তার হৃদরোগের সমস্যা দেখা দেয়। এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এপিডেমিওলজির অধ্যাপক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। তিনি ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান ফর কোভিড-১৯ ভ্যাকসিন কমিটির সভাপতি।