আইইডিসিআরের ৬ কর্মী করোনায় আক্রান্ত, সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টিনে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/04/16/iedcr-tbs.jpg)
সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ছয় জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এরমধ্যে এক কর্মীর পরিবারের দুই সদস্যও সংক্রামক এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন।
আইইডিসিএর এর একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, আক্রান্তরা সবাই মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টিনে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আইইডিসিআর এর একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা প্রতিষ্ঠানটির নিকটবর্তী একটি ভবনে কোয়ারেন্টিনে আছেন এবং সেখান থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
মারাত্মক প্রাণঘাতী এই ভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭২ জন।
সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৬ হাজার লোক যার মধ্যে মারা গেছেন এক লাখ ৩৮ হাজার জন।