কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল জীবিত ডলফিন, শরীরে আঘাতের চিহ্ন
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে একটি ডলফিন এসেছে, প্রাণীটির শরীরে আঘাতের চিহ্ন আছে।
আজ (২৩ আগস্ট) মঙ্গলবার দুপুরে ইনানীর পাটুয়ারটেক থেকে খানিকটা দূরের সমুদ্র সৈকতে ডলফিনটি ভেসে আসে।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্টেট মাসুম বিল্লাহ জানান, দুপুরের সৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা।
খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বরত বিচ কর্মীদের পাঠানো হয়। পরে বীচ কর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ডলফিনটি আবার তীরে ফিরে আসে।
তিনি জানান, ডলফিনটির পেট ও শরীরের আরও কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন আছে। যার কারণে এটির শারীরিক অবস্থা বেশ দুর্বল। এখন বিচ কর্মীদের হেফাজতে রাখা হয়েছে ডলফিনটিকে।
চিকিৎসা করে সুস্থ হলে ডলফিনটি সাগরে ছেড়ে দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।