মিয়ানমার থেকে সীমান্তের তুমব্রু এলাকায় এসে পড়ল ২টি ভারী মর্টার শেল
বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তবর্তী মসজিদের পাশে পর পর দুইটি ভারী মর্টার শেল এসে পড়েছে।
রোববার (২৮ আগস্ট) মিয়ানমারের অভ্যন্তর থেকে এই মর্টার শেল দুটি নিক্ষেপ করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, তিনি এলাকার বাইরে রয়েছেন। স্থানীয় লোকজন তাকে জানিয়েছে, রোববার দুপুর আড়াইটার দিকে মিয়ানমারের অভ্যন্তর থেকে ২টি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। যা তুমব্রু উত্তরপাড়া মসজিদের পাশে এসে পড়েছে।
তুমব্রু এলাকার বাসিন্দা ও স্থানীয় প্রশাসন জানায়, প্রায় দুই সপ্তাহ সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির লড়াই সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর লড়ছে। আজ সকাল থেকেই দুপক্ষের মধ্যে তুমুল লড়াই চলছিল। এরপর এরপর বিকালে বাংলাদেশের সীমান্তের মধ্যে মর্টার শেল পড়ে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সোহাগ রানা জানান, ২টি মর্টার শেল এসে পড়ার সংবাদ তিনি শুনেছেন। এলাকাটি বিজিবি নিয়ন্ত্রিত হওয়ায় তিনি পর্যবেক্ষণ করছেন।
সীমান্তে এসে পড়া মর্টার শেলগুলো বিস্ফোরিত হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রেখেছেন।