শ্রীমঙ্গলে বকেয়া মজুরির দাবিতে চা বাগানে কর্মবিরতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বকেয়া মজুরির (এরিয়ার) দাবিতে হোসনাবাদ চা বাগানে দিনব্যাপী কর্মবিরতী পালন করেছে চা শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে চা বাগানের কাজে যোগ দেননি শ্রমিকরা।
পরে বিকেলে হোসনাবাদ চা বাগান পঞ্চায়েত কমিটির সাথে মালিকপক্ষের আলোচনার মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহার করে চা শ্রমিকরা।
শ্রমিকরা জানান, তারা বলেছিলেন গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি প্রদানের দিন যেন বকেয়া টাকাটা দিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ এতে তাদের সাথে খারাপ আচরন করে। এ কারণে আজ তারা বকেয়া মজুরির জন্য কর্মবিরতিতে যান।
পরে বিকেলে মালিকপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছে আগামীকাল বকেয়া মজুরি পরিশোদ করা হবে। এরপর তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। আগামীকাল সবাই কাজে যোগ দিবে।
চা শ্রমিক নেতা খোকন জানান, গত ২০১৯ সালে চা শ্রমিকদের মজুরি ১০২ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা। চা বাগানের নিয়ম অনুযায়ী চুক্তি শেষ হওয়ার দিন থেকে নতুন চুক্তি অনুযায়ী মজুরি প্রদান করতে হয়। তখন বাগান কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের বকেয়া মজুরি (এরিয়ার) জমা হয়। মালিকপক্ষ সেই বকেয়া টাকা কয়েকটি ধাপে ভাগ করে শ্রমিকদের দেন।
কিন্তু হোসনাবাদ চা বাগান সেই টাকা একটি অংশ এখনো পরিশোধ করেনি।
"আমরা শ্রমিকরা আমাদের মজুরির দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করায় আমাদের কাছে টাকা নেই। সেজন্য আমরা বকেয়া মজুরি পরিশোধ করার জন্য বাগান কর্তৃপক্ষকে কয়েকদিন ধরে বলে আসছিলাম। কিন্তু বাগানের ম্যানেজার গতকাল বাগানের স্টাফ দিয়ে বিকেলে মজুরি দেয়া শুরু করেন। বাকি বকেয়া টাকা দেন নি। এনিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে আজ কাজে যায় নি", বলেন খোকন।
এবিষয়ে জানতে চাইলে হোসনাবাদ চা বাগানের ব্যবস্থাপক কমল সরকার বলেন, "তারা মজুরি পাবে। শ্রমিকদের সাথে আমাদের কথা হয়েছে শ্রমিকরা আগামীকাল কাজে যাবে"।