২৫ জেলায় বিদ্যুৎ বিভ্রাট
জাতীয় গ্রীডে যান্ত্রিক ত্রুটির কারণে খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের ২৫টি জেলায় বিদ্যুৎ বিহীন অবস্থা বিরাজ করেছে।
এতে বিভিন্ন জেলায় প্রায় ১ - ৬ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে এই বিষয়ে, বিদ্যুৎ বিভাগ থেকে কোন পূর্ব ঘোষণা দেওয়া হয়নি।
মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে এই ব্লাক আউট শুরু হয়। প্রায় এক ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকার পর, ধীরে ধীরে বিভিন্ন জেলার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করে। বিকাল ৩টা নাগাদ এ সমস্যার সমাধান হয়।
বিদ্যুৎ বিহীন এলাকার মধ্যে ছিল- খুলনা বিভাগের ১০ জেলা, ঢাকা বিভাগের ৫ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলা ও রাজশাহী বিভাগের ৪ জেলা।
এ তথ্য নিশ্চিত করেছেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রকৌশল)- মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, 'সকাল ৯ টার দিকে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। পরে ১০ টার দিকে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লোড ফিরতে থাকে। বেলা ৩ টার দিকে সেই সমস্যা কেটে গেছে। এর মধ্যে ২১ জেলা আমাদের আওতাধীন। বাকিটা রাজশাহী অঞ্চলের আওতাধীন এলাকা।'
তিনি আরও বলেন, 'জানতে পেরেছি যান্ত্রিক সমস্যার কারণে জাতীয় গ্রিডে এই বিপর্যয় দেখা দিয়েছিল। তবে বিস্তারিত কিছু জানতে পারিনি। এটা নিয়ন্ত্রণের দায়িত্বে আমরা নেই। দায়িত্বে আছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।'
এ প্রসঙ্গে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপক এবিএম বদিরুদ্দোজা খান বলেন, 'জাতীয় গ্রীডে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল। এটা ফ্রিকোয়েন্সির কোনো সমস্যা নয়। দ্রুত সময়ের মধ্যে 'ব্ল্যাক আউট' সমাধান হয়েছে। যান্ত্রিক ত্রুটিসমূহ খুঁজে বের করার কাজ চলছে।'