তিস্তা সমস্যা সমাধানে বাংলাদেশকে আবারও আশ্বাস দিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত আবারও বাংলাদেশকে তিস্তা নদীর পানি বণ্টন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, 'আমরা এখনও আশ্বাসের পর্যায়ে আছি। আমরা বিশ্বাস করি যে ভারত যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ হবে, যদিও এতে সময় লাগতে পারে।'
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতের রাজধানীর বাংলাদেশ হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সফরের বড় অর্জন বাংলাদেশের কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার চুক্তি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সাতটি সমঝোতা স্মারকের মধ্যে এটি অন্যতম।
এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর চলমান সফরকে ভারত যথাযথ গুরুত্ব দিয়েছে।
দ্বিপক্ষীয় আলোচনার ব্যাপারে তিনি বলেন, উভয় নেতা যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্যে সহযোগিতা এবং পানি বণ্টন নিয়ে আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, 'দ্বিপক্ষীয় আলোচনায় প্রতিটি ইস্যু খোলা মন নিয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষই বিশ্বাস করে যে প্রতিটি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।'
শাহরিয়ার বলেন, নরেন্দ্র মোদি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারিতে দেশের ১৭ কোটি মানুষকে মাতৃস্নেহে যত্ন নিয়েছেন।