পাঁচ পর্বতশৃঙ্গ আরোহণে হিমালয়ে ২ বাংলাদেশি পর্বতারোহী
হিমালয়ের পশ্চিম অংশে একাধিক পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশ্যে লাদাখে এক অভিযানে গেলেন দুই বাংলাদেশি পর্বতারোহী সালেহীন আরশাদি এবং ইমরান খান।
'গো-জায়ান এক্সপেডিশন লাদাখ' শীর্ষক এই অভিযানে মাত্র ১৫ দিনে পাঁচটি পর্বতশৃঙ্গে আরোহণের পরিকল্পনা নিয়ে অভিযানে যাচ্ছেন তারা। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, পর্বতশৃঙ্গগুলো হলো কাং ইয়াতসে ২ (৬,২৫০ মি.), জো জোংগো (৬,২৫০ মি.), জো জোংগো ইস্ট (৬,২০০ মি.), রিজিওনি মাল্লাই রি ১ (৬,০০০ মি.) এবং রিজিওনি মাল্লাই রি ২ (৬,০৮০ মি.)।
উত্তর ভারতের লাদাখে এই অভিযান পরিচালিত হবে যা, লিটল তিব্বত নামেও পরিচিত।
দলটি গত ৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে এবং পরের দিন লাদাখের রাজধানী লেহ-তে গিয়ে পৌঁছে। এর দুদিন পরে বেস ক্যাম্পে যেতে তাদের ট্রেক শুরু হওয়ার কথা রয়েছে।
এই অভিযানের মূল উদ্দেশ্য হলো তরুণ বাংলাদেশিদের একটি উদ্দীপ্ত জীবনযাপনের প্রতি উৎসাহিত করা এবং পর্বতারোহণের মতো আউটডোর কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানো।
পর্বত বিষয়ক অ্যাডভেঞ্জার কমিউনিটি অদ্রি 'গো-জায়ান এক্সপিডিশন লাদাখ'-এর আয়োজন করেছে। শুরু থেকেই অদ্রি তরুণদের নতুন বিষয় শেখাতে বিভিন্ন ওয়ার্কশপ, প্রশিক্ষণ, পাবলিকেশন ও ফিল্ম শো-র আয়োজন করে আসছে।
পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে স্থানীয় বিভিন্ন কমিউনিটির সঙ্গেও অদ্রি কাজ করে থাকে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেও কাজ করছে অদ্রির 'ক্লাইম্ব ফর আর্থ'। এর পাশাপাশি তারা আগ্রহীদের নিয়ে পাহাড়ে বিভিন্ন ট্রেক ও অভিযানেরও আয়োজন করে থাকে।
তরুণদের মধ্যে উদ্দীপনার যোগান দিতে ট্রাভেল টেক কোম্পানি গোজায়ান এই অভিযানের স্পন্সর করছে। এই অভিযানের মিডিয়া সহযোগী দ্য ডেইলি স্টার। ট্রাভেলারস অব বাংলাদেশ, দ্য কোয়েস্ট, এবং বায়ো আরেকা লিমিটেডও তাদের সহযোগী হিসেবে কাজ করছে।