স্মার্ট কার্ডে ভাড়া দিলে ১০ শতাংশ ছাড় পাবেন মেট্রোরেলের যাত্রীরা
স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া দিলে মেট্রো রেলের যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন। আগামী ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া এমআরটি লাইন-৬ সম্পর্কে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
প্রজ্ঞাপন অনুসারে, উত্তরা থেকে কমলাপুর আসতে একজন যাত্রীকে ১০০ টাকা ভাড়া দিতে হবে। কিন্তু, ডিটিসিএ'র ইস্যু করা র্যাপিড পাস বা ডিএমটিসিএল'র ইস্যু করা এমআরটি পাস ব্যবহার করলে ভাড়া ৯০টাকা নেওয়া হবে।
মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া হবে ২০টাকা এবং প্রতিকিলোমিটারে ৫টাকা।
ডিটিসিএ জানিয়েছে, মেট্রোরেল আইন, ২০১৫ অনুসারে পরিচালন খরচ ও সাধারণ মানুষের সক্ষমতার দিকটি মাথায় রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে।