৮ মাসে দেশে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে উঠে এসেছে এক জরিপে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন তাদের জরিপ থেকে এ তথ্য জানায়।
সংগঠনটি ১৫০টি জাতীয় ও স্থানীয় সংবাদপত্র থেকে তথ্য সংগ্রহ করে একটি জরিপ চালায়।
জরিপে দেখা গেছে, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। আত্মহত্যাকারীদের মধ্যে ১৭৪ জন স্কুল শিক্ষার্থী। এরমধ্যে রয়েছে ৭ বছরের এক শিশুও।
জরিপে আরো দেখা যায়, প্রতি মাসে মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করে। ১৪ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এই বয়সের ১০৭ জন আত্মহত্যা করেছে গত আট মাসে।
তরুণ ছাত্রদের মধ্যে আত্মহত্যার হার ২০২২ নামক জরিপ অনুসারে, গত আট মাসে ৪৪ জন মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।
ঢাকা বিভাগে আত্মহত্যার হার সবচেয়ে বেশি।
গত বছর ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে উল্লেখ করে সংস্থাটি।