রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
রানির মৃত্যুতে শোক প্রকাশ করে শুক্র, শনি ও রোববার বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেন সাত দশক ধরে ব্রিটেন শাসন করা রানি এলিজাবেথ (৯৬)।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, "রানি আজ বিকেলে বালমোরালে মারা যান।"
বাংলাদেশের রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।