লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জলস্তম্ভ
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে আজ বিকালে জলজ টর্নেডো বা জলস্তম্ভ দেখা গেছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ৪টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর পাড়ের টাংকি বাজার মাছ ঘাট থেকে এ ঘটনা দেখা যায়।
একসঙ্গে বিপুল পরিমাণ পানি আকাশে উঠে যাওয়ার দৃশ্যটি দেখে সাথে সাথে মোবাইলে ক্যামেরা বন্দি করে অনেকে।
রামগতি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো: সোহরাব হোসেন এ নিয়ে বলেন, 'ঘটনাটি আমি জেনেছি। আবহাওয়া বিজ্ঞানে এমন ঘটনাকে জলস্তম্ভ বা ওয়াটারস্পাউট বলে।'
এদিকে মেঘনা নদীতে এ ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে শেয়ার করেছেন টাংকি বাজার মাছ ঘাটের ব্যবসায়ী মজিদ হোসেন ওমর।
তিনি বলেন, ঘটনাটি দেড় মিনিটের মতো স্থায়ী হয়।
স্থানীয় আরিফ হোসেন সজিব নামের এক যুবক বলেন, মেঘনায় এমন দৃশ্য খুবই বিরল। আগে কখনো দেখা যায়নি।
গত ১০ আগস্ট কিশোরগঞ্জের ইটনা উপজেলার অলওয়েদার সড়কের ছিলনী ব্রিজ থেকে দক্ষিণ-পূর্ব দিকের হাওরে জলস্তম্ভ দেখা যায়। এর আগে, গত ২৩ ও ২৪ জুলাই মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার চাতলার চাতলবিল এলাকায় জলস্তম্ভ দেখা যায়।
জলস্তম্ভ টর্নেডোর ফলে সৃষ্টি হয়। কোনো জলভাগের ওপর টর্নেডো সৃষ্টি হলে জলরাশি স্তম্ভের মতো আকাশের দিকে উপরে উঠে যায়। এ ঘটনা আঞ্চলিকভাবে মেঘশূড় বা হাতিশূড় নামেও পরিচিত। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে জলজ টর্নেডোর দেখা মেলে।