নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই
নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করতে যাবার সময় মনোনয়নপত্র ছিনতাই হওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির নেত্রী আসমা আশরাফ।
নেত্রকোনা জেলা নির্বাচন অফিসের নিচ তলায় রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিষয়টি নিয়ে তিনি ফেসবুক লাইভে এসে বক্তব্য দেন।
আসমা আশরাফ জানান, রোববার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দিতে একটি অটোরিক্সায় চড়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় যেতেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েক নেতাকর্মী তার অটোরিক্সায় উঠেন। এরপর তিনি অটোরিক্সা থেকে নেমে নির্বাচন অফিসে ঢোকার সময় অফিসের নিচতলায় ওই যুবকরা তার হাত থেকে তিন সেট মনোনয়নপত্র ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
আসমা আশরাফ আরও বলেন, 'ঘটনার পর আমি জেলা প্রেসক্লাবে যেতে চাইলে আবারও ওই যুবকরা এসে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আমি ৯৯৯-এ ফোন করে নিরাপত্তা চাই।'
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, 'আসমা আশরাফ আমাকে ঘটনাটি জানিয়েছেন। এটি পুলিশি বিষয়। আমি পুলিশের শরণাপন্ন হতে বলেছি।'
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, 'মনোনয়নপত্র ছিনতাই হয়েছে কি না জানি না। তবে তিনি নিরাপত্তা চেয়েছিলেন। আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি।'
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, 'আসমা আশরাফ আমার কাছে এসেছিলেন। আমি তাকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে বলেছি। তিনি চাইলে আমার কাছেও মনোনয়নপত্র জমা দিতে পারবেন।'
জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসমা আশরাফ গত মেয়াদে নেত্রকোনা জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।
এ জেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার।