চাঁদাবাজদের বিরুদ্ধে দু-তিনদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার
চাঁদাবাজদের গ্রেপ্তারে দুই-তিনদিনের মধ্যে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাজ্জাত আলী বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে। আগামী দুই-তিনদিনের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।
তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কষ্ট হচ্ছে।
ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি সবাইকে রাস্তাঘাটে চলাচলে আরও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি কাউকে চাঁদা না দিতে এবং সড়কে সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনার জন্য হকারদের প্রতিও আহ্বান জানান।
ডিএমপি কমিশনার মোটরসাইকেলকে ঝুঁকিপূর্ণ বাহন উল্লেখ করেন এবং ঢাকায় ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার নিশ্চয়তা দেন।
যানজটে যেসব গাড়ির চালকেরা বার বার হর্ন বাজাবেন, তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।