পুরোদমে এগিয়ে চলছে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
সোমবার (১২ সেপ্টেম্বর) প্রকল্পের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, "১২ সেপ্টেম্বর পর্যন্ত নির্মাণ কাজের ৪৪.১৫ শতাংশ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে।"
২০২৩ সালের অক্টোবরের মধ্যে টার্মিনালটি উদ্বোধন করা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "যাত্রীরা তৃতীয় টার্মিনালে বিশ্বমানের বিমানবন্দরের মতো মানসম্পন্ন সেবা পাবেন।"
জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং দ্বারা বাস্তবায়িত এই প্রকল্পের বিষয়ে তিনি বলেন, "মানের সঙ্গে কোনো আপস করা হবে না।"
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) জানিয়েছে, প্রায় ৪ হাজার জাতীয় ও আন্তর্জাতিক কর্মী এই প্রকল্পে কাজ করছেন।
কাজ সম্পন্ন হলে, টার্মিনালটি নিজের বর্তমান ক্ষমতার তুলনায় দ্বিগুণ যাত্রী পরিষেবা দিতে পারবে।
প্রকল্পটি সমাপ্ত হওয়ার পর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রতি বছর প্রায় ২২ মিলিয়ন যাত্রীকে পরিষেবা দিতে সক্ষম হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন এবং সিএএবি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
কতৃপক্ষ জানায়, তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও কার্গো ধারণ ক্ষমতা দ্বিগুণ হবে।
প্রকল্প সূত্রে জানা যায়, টার্মিনালটি ৫ লাখ ৪২ হাজার বর্গ মিটার জমির ওপর নির্মিত হচ্ছে এবং এতে ২ লাখ ৩০ হাজার বর্গ মিটার ফ্লোর স্পেস, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৪টি ডিপার্চার এবং ৬৪টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক থাকবে।