ঘুমধুমে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে নিহত ১, আহত ৬
আজ শুক্রবার রাত ৮ টার দিকে ঘুমধুম ঘোনার পাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পরপর ৪টি মর্টার শেল এসে বিস্ফোরণ হয়েছে, এতে ঘটনাস্থলে একজন রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ছয়জন।
হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শূণ্যরেখায় বসবাসকারি রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চারটি গোলার মধ্যে একটা ক্যাম্পের ভিতরে এসে পড়েছে। দুইটি ক্যাম্পের ১০ গজ দূরে এবং অপর একটি গোলা ক্যাম্পের আশপাশে কোথাও পড়েছে।
তিনি জানান, সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। রাত ৮ টার দিকে শূন্য রেখায় বসবাসকারি রোহিঙ্গাদের ক্যাম্পে এসে পড়ে ৩ টি মর্টার শেল। ক্যাম্পের নিটকর্বতী এলাকায় এসে পড়ে আরো ২ টি মর্টার শেল।
অপর রোহিঙ্গা নেতা মোহাম্মদ আরিফ জানান, আহতদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ রানা বলেন, 'আমাদের কাছে কোন তথ্য নাই। সীমান্তের ইস্যু আসলে আমরা বলতে পারি না।'
এ বিষয়ে জানতে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদী হোসাইন কবিরকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে আজই সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে।