সম্রাটের জামিন বাড়ল ২০ অক্টোবর পর্যন্ত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ আদেশ দেন।
মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২০ অক্টোবর তারিখ ধার্য করেন আদালত।
সম্রাটের আইনজীবী এহসানুল হক শোমাজি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "তার (সম্রাটের) জামিনের মেয়াদ আজ শেষ হয়েছে। আমরা চিকিৎসার জন্য তার জামিন বাড়াতে আদালতের কাছে আবেদন করেছি। আদালত আপিল মঞ্জুর করে তার জামিন ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। মামলার অভিযোগ শুনানির জন্য ওই দিনই ধার্য করা হয়"।
আজ আদালতে উপস্থিত ছিলেন সম্রাট। তার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত নির্ধারিত তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।
গত ২২ আগস্ট অসুস্থতার কারণে সম্রাটকে ১০ হাজার টাকার বন্ডে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল, সেদিনই সব মামলা থেকে জামিনে মুক্তি পান তিনি।
সম্রাটের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে চলতি বছরের ১০ এপ্রিল একটি অর্থ পাচার মামলা এবং অস্ত্র রাখার মামলায় জামিন পেয়েছিলেন।
২০১৯ সালের ৬ অক্টোবর একটি অবৈধ জুয়ার র্যাকেটের সাথে সম্পৃক্ততার জন্য কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদের বোতল ও দুটি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র্যাব।
বন্যপ্রাণী সুরক্ষা আইনে ক্যাঙ্গারুর চামড়া রাখার দায়ে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পরে তার বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আরও দুটি মামলা দায়ের করা হয়।